ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ না করার বার্তা দিলেন ট্রাম্পের দলের নেতৃ নিকি হ্যালি

নিউজ ডেস্ক ::ট্রাম্পের একগুয়েমি মনোভাবের জন্য ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে আমেরিকার। এমনকি ট্রাম্প আমেরিকা ও চিনকে প্রায় একই সারিতে ফেলেছেন। এবার তার দলের মধ্যেই এই নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। রাশিয়ার থেকে তেল কেনার জেরে ভারতের উপর বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের কূটনৈতিক সম্পর্কও টালমাটাল। গোঁয়ার ট্রাম্পের এমন বেপরোয়া কর্মকাণ্ডে যারপরনাই অসন্তুষ্ট তাঁর দল রিপাবলিকান পার্টি। এই ঘটনায় ট্রাম্পের তীব্র সমালোচনা করলেন রিপাবলিকান নেত্রী তথা প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। ট্রাম্পের উদ্দেশে তাঁর পরামর্শ, বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না।

মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে সম্প্রতি এই ইস্যুতে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেত্রী নিকি। তিনি লেখেন, ‘ইউক্রেন যুদ্ধকে মাথায় রেখে ভারতের রাশিয়া থেকে তেল কেনা উচিৎ নয়। কিন্তু চিন, যে আমাদের শত্রু এবং রাশিয়া ও ইরানের থেকে সবচেয়ে বড় তেল আমদানির দেশ। তাদেরকে ৯০ দিনের জন্য শুল্কে ছাড় দেওয়া হয়েছে। চিনকে ছাড় দেওয়া কোনওভাবেই উচিৎ নয়।’ এ প্রসঙ্গে ভারত ইস্যুতে তাঁর আরও পরামর্শ, ‘ভারতের মতো শক্তিশালী বন্ধুদের ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করা কোনওভাবেই কাম্য নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *