মমতার ঝাড়গ্রামে তীব্র আক্রমন বিজেপিকে

নিউজ ডেস্ক ::বুধবার ভাষা বৈষম্যর বিরুদ্ধে ঝাড়গ্রামে প্রথম থেকেই সুর চরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষার বিরুদ্ধে বিজেপি ‘সন্ত্রাস’ চালাচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে গ্রেপ্তার করে অত্যাচার চলছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ‘ভাষা আন্দোলনের’ ডাক দিয়েছেন। কলকাতা, বোলপুরের পর এদিন ঝাড়গ্রামে এই ইস্যুতে মিছিল করেন মুখ্যমন্ত্রী। সেই মিছিল শেষে বক্তব্য রাখেন তিনি। সেখানেই তিনি কেন্দ্রের বিজেপি সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগে বাংলার মোট চার আধিকারিককে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবকে ওই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই চারজনের তালিকায় রয়েছেন দুই ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) এবং দুই এইআরও (অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)।

এদিন সেই ইস্যুতে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। কোন অধিকারে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে? সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নই, কোনও অফিসারকেই সাসপেন্ড করা হবে না। এদিন দ্ব্যর্থহীন ভাষায় সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন ‘বিজেপির ক্রীতদাস’ হিসেবে কাজ করছে। ঝাড়গ্রামের লালমাটি থেকে নির্বাচন কমিশনকে এই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের পিছনে বাংলায় এনআরসি চালু করার চক্রান্ত চলছে। বাংলায় কারও নাম বাদ দেওয়া যাবে না। আরও একবার সেই হুঁশিয়ারি দিলেন মমতা। এসআইআরের মাধ্যমে বিজেপি নিজেদের সুবিধার্থে ভোটার তালিকা তৈরি করতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *