নিউজ ডেস্ক ::একদম অভিনব এই উদ্যোগকে সকলেই স্বাগত জানিয়েছেন। সকলেই বলেছেন, এমন উদ্যোগ মানুষের পারস্পরিক সম্পর্কে আরও সুদৃঢ় করবে। রাখি বন্ধন উপলক্ষে এই বছর এক ভিন্নধর্মী প্রতিযোগিতা দেখা গেল রায়দিঘিতে। স্থানীয় থানার উদ্যোগে আয়োজিত হল রাখি তৈরির প্রতিযোগিতা। এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রঙিন সুতো, পুঁতি, কাগজ, ফুল ও নানা সৃজনশীল উপকরণ দিয়ে তৈরি হয় একাধিক অনন্য সুন্দর রাখি।এই অন্যরকম প্রতিযোগিতার আয়োজকদের দাবি, ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করা এবং কিশোর-কিশোরীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
স্থানীয় মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখা যায়। এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়মিত করা হবে বলে উদ্যোক্তারা জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জি, মথুরাপুর-২ ব্লকের বিডিও নাজির হোসেন, রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় ২৫০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এমন উদ্যোগ নেওয়ার জন্য রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা রায়দিঘির আইসি’কে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে এরকম আরও প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
