নিউজ ডেস্ক ::সোমবার সকালে এই ঘটনাটি ঘটে ভাঙড়ে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে প্রচুর গাঁজা পাচার হচ্ছে। পুলিশ লক্ষ রেখেছিলো। কলকাতা পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করার পাশাপাশি ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে। ভাঙড় থানার বড়ালি ঘাট এলাকায় বাসন্তী হাইওয়ের উপর বিপুল পরিমাণ গাঁজা সহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, এদিন সকালে শিয়ালদা স্টেশন থেকে ধৃত ওই দু’জন একটি সাদা ট্যাক্সি করে উত্তর ২৪ পরগনার ঘুসিঘাটা এলাকার দিকে যাচ্ছিলেন। সেই সময় খবর পেয়ে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পুলিশ টিম ও ভাঙড় থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বড়ালি ঘাট এলাকায় গাড়িটি আটকায়।
পরে গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ গাঁজা। ঘটনাস্থল থেকেই মহিলা সহ মোট দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই গাঁজা পাছার চক্রের সঙ্গে আর কারা জড়িত তার খোঁজ চালানো হচ্ছে। এর আগে পোলেরহাট ও উত্তর কাশীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল। এই ঘটনায় ইতিমধ্যেই চঞ্চল্য ছড়িয়েছে।
