৭ থেকে ৭০—সবাই একসাথে, উৎসবের মঞ্চে প্রতিবাদের সুর

প্রিয়াঙ্কা সাউ::কলকাতার দমদম পাইকপাড়ার বুকে, নবযুবক সংঘের আয়োজনে শ্রী শ্রী গণেশ পূজা, দ্বাদশ তম বর্ষে পদার্পণ করেছে পাইকপাড়া নবযুবক সংঘ।২০২৫ সালের গণেশ চতুর্থীতে, দ্বাদশ বর্ষে পদার্পণ করল এই পূজা।

এই বছরের পূজার মূল থিম—“লাইট অ্যান্ড সাউন্ড”। শুধু আনন্দ নয়, সমাজের জ্বলন্ত প্রশ্ন নিয়েও প্রতিবাদী বার্তা রাখা হয়েছে।“শুধু বাঙালিদের উপর আক্রমণ কেনো? ভিন রাজ্যে আক্রান্ত বাঙালিদের প্রতিবাদ চলবে।”
এই প্রশ্নের জবাব খুঁজতেই পূজার প্যান্ডেল থেকে প্রতিধ্বনিত হচ্ছে প্রতিবাদের সুর।
এই পূজাতে অংশগ্রহণ করেছেন ৭ বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছরের প্রবীণ বাঙালি। আলো, শব্দ, সাংস্কৃতিক পরিবেশনা আর একাত্মতার মাধ্যমে প্রকাশ পাচ্ছে উৎসবের সঙ্গে প্রতিবাদের ডাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *