দুঃসাহসিক ডাকাতি নরেন্দ্রপুরে

নিউজ ডেস্ক ::দিন দিন আরো উদ্ধত হয়ে উঠছে ছিনতাইকারীরা। এলাকাবাসীর অভিযোগ চুরি ডাকাতি দিন দিন বেড়েই চলেছে নরেন্দ্রপুর থানা অঞ্চলে। দুই যুবক বাইকে করে এসে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দিল। আতঙ্কে কাঁটা গোটা এলাকা। বুধবার বিকেল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার লস্করপুর রামকৃষ্ণনগর এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। আত্মীয়র বাড়ি যাওয়ার পথে প্রবীণ মহিলা সুমিতা রায়ের গলায় থাকা সোনার চেন ছিঁড়ে নিয়ে যায় দুই দুষ্কৃতী। বিকেলবেলায় রামকৃষ্ণনগর এলাকায় এক প্রবীণ মহিলার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। অভিযোগ, সুমিতা রায় আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে হাঁটা পথে ৫ মিনিটের দূরত্বে ছিলেন। এমন সময়ে বাইকে চেপে এসে দুই ছিনতাইকারী আচমকা তাঁর গলায় থাকা সোনার চেনটি টান মেরে নিয়ে যায়।

হেঁচকা টানের জেরে গলায় ও মাথায় চোট পেয়েছেন মহিলা। সঙ্গে সঙ্গে তিনি ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আছেন। কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা বাইক ছুটিয়ে চম্পট দিয়েছে। বাইকে করে আসা দুই ছিনতাইবাজের মাথায় হেলমেট ছিল না বলেই জানিয়েছেন অভিযোগকারী মহিলা। স্থানীয়দের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মহিলা জানান, “এতদিন টিভি-সংবাদে দেখেছি, কিন্তু দিনের আলোয় নিজের সঙ্গে এমন হবে কখনও ভাবিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *