নিউজ ডেস্ক ::সীমানায় এসেও নিজেকে রক্ষা করতে পারলো না। মুহূর্তে সব শেষ হয়ে গেলো। সাম্প্রতিক সময়ে ভারতে একাধিক বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। সবমিলিয়ে বিমানযাত্রা বিভীষিকা হয়ে উঠেছে সাধারণ যাত্রীদের কাছে। এই অবস্থায় আরও এক বিমান দুর্ঘটনার ভিডিও ভাইরাল হল সমাজমাধ্যমে। যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন বায়ুসেনার একটি এফ-৩৫ ফাইটার জেট ভেঙে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছে, রানওয়ের কাছেই ভেঙে পড়ছে বিমানটি। ঠিক তারপরই আকাশ থেকে প্যারাশুটে নেমে আসছেন পাইলট। বিমানটি আকাশে ওড়ার পর যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ৫ জন ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা বলেও সমস্যার সমাধান করতে পারেননি ওই পাইলট। তারপরেই দুর্ঘটনা ঘটে।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এফ-২৩ ফাইটার জেটটির ‘নোজ’ ও প্রধান ‘ল্যান্ডিং গিয়ারে’র হাইড্রোলিক লাইনে বরফ জমে গিয়েছিল, যার ফলে ল্যান্ডিং গিয়ার সঠিকভাবে খোলা যায়নি সেই কারণেই এই দুর্ঘটনা বলে সংস্থার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনাটি সাম্প্রতিককালের নয়। ২০২৫ সালের শুরুতে আলাস্কায় এমনটা ঘটে গিয়েছিল। তারই ভাইরাল ভিডিও নিয়ে সম্প্রতি ফের চর্চা শুরু হয়েছে। আকাশে ওড়ার পর চালক বিমানটির যান্ত্রিক গোলযোগে সমস্যায় পড়েন। সমাধানের চেষ্টা করতে গিয়ে চালক দেখেন বিমানটি এমন ইঙ্গিত দিচ্ছে যেন সেটি মাটিতেই রয়েছে। এরপর পাইলট প্রায় ৫০ মিনিট পাঁচজন ইঞ্জিনিয়ারের সঙ্গে কনফারেন্স কলে সমস্যার সমাধানের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কাজেই বিমান থেকে প্যারাশুট সমেত ঝাঁপ দিতে বাধ্য হন পাইলট। দুর্ঘটনার সময় তাপমাত্রা ছিল মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস।
