বুধবার কুলতলিতে হয়ে গেলো অভিনব গোরুদৌড় প্রতিযোগিতা

নিউজ ডেস্ক ::ভাল ফসল পেতেই গরু দৌড় নয়। গরু দৌড়ের গরুকে ছুুটিয়ে অভিনব পুরস্কার জিতছেন কুলতলীর প্রতিযোগিতায়। গ্রাম বাংলার কৃষকরা বছরের এই বর্ষার মরশুমে গরুর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মূলত জেলার বিভিন্ন প্রান্তের সুঠাম চেহারার তরতাজা গরুগুলি নিয়ে আসেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। মূলত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকাগুলিতেই এই গরু দৌড় অনুষ্ঠান হয়ে থাকে। কুলতলী ব্লকের জালাবেড়িয়ে এক নম্বর অঞ্চলের পালের চক গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে এই গরু দৌড় অনুষ্ঠিত হয়।

যেখানে শতাধিক কৃষক তাদের সুঠাম চেহারার গরুগুলি এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আনেন। দুইটি পর্যায়ের গরু দৌড় অনুষ্ঠান হয়। এখানে চমকপ্রদ পুরস্কারের ব্যবস্থা করা হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারীদের জন্য। আর এই গরু দৌড় প্রতিযোগিতা শুধুমাত্র কুলতলী নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরুর মালিকরা তাদের গরুকে এখানে নিয়ে আসেন। শুধু পুরস্কার জিততেই নয়, এ এক অন্য নেশায় মাতেন তারা। সাধারণত বর্ষাতেই এই খেলার আয়োজন করা হয়। আর সেভাবে দেখা না গেলেও সুন্দরবনের হাতেগোনা কয়েকটা জায়গায় এই গরু দৌড় প্রতিযোগিতার দেখা মেলে আর যা দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *