নিউজ ডেস্ক ::২০২৬ এর নির্বাচন নিয়ে উত্তাপ বেড়েই চলেছে। রাজ্য ও কেন্দ্রের শাসক দল এখন সম্মুখ সমরে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। বুথ বিন্যাস, বহুতল ও হাউসিং কমপ্লেক্স গুলিতে নয়া বুথ তৈরি-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। ২৬ এর বিধানসভা ভোটের আগে রাজ্যে বাড়ছে বুথের সংখ্যা। বর্তমানে রাজ্যে বুথ রয়েছে প্রায় ৮৪ হাজার। জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে একটি বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার থাকতে পারবে। সেই গাইডলাইন মানলে বুথের সংখ্যা বাড়বে প্রায় ১২হাজার।
নয়া এই বুথগুলি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা। তবে জানা যাচ্ছে, সর্বদলীয় বৈঠক নিয়ে সন্তুষ্ট নয় কোন রাজনৈতিক দলই। বৈঠকের শুরুতেই বুথ বিন্যাস নিয়ে বাক-বিতন্ডা হয়। জেলাশাসকদের রিপোর্টের সঙ্গে একমত নয় বিরোধী দলগুলি। বৈঠকে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন নিয়ে সরব হবে শাসক দল তৃণমূল কংগ্রেস। বুথ বিন্যাস নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসক অবৈধ রিপোর্ট দিয়েছেন।
