এসএসসি আবার ধীরে চলার নীতি নিলো

নিউজ ডেস্ক ::আজ অর্থাৎ শনিবার এসএসসি আযোগ্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবে বলেই খবর। কিন্তু তাতে সমস্যা যে অনেকগুন বেড়ে যাবে তা বেশ ভালো মতো জানে এসএসসি। অযোগ্য প্রার্থীদের নাম ও রোল নম্বর দিয়েই আজ, শনিবার দুপুর তিনটের পর তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি, তালিকা প্রকাশের পরে ফের মামলার আশঙ্কা করছে স্কুল সার্ভিস কমিশন। সেই কারণেই আজ ফের তালিকা যাচাইয়ের সিদ্ধান্ত এসএসসির। নবম- দশমে ৯৯৩ এবং একাদশ – দ্বাদশের ৮১০ জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছিলেন বলে এসএসসি জানিয়েছিল আদালতে। সেই তালিকা প্রকাশের আগে আরো একবার যাচাই করবে এসএসসি।

অযোগ্য প্রার্থীদের নাম ও রোল নম্বর দিয়েই আজ, শনিবার দুপুর তিনটের পর তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি, তালিকা প্রকাশের পরে ফের মামলার আশঙ্কা করছে স্কুল সার্ভিস কমিশন। সেই কারণেই আজ ফের তালিকা যাচাইয়ের সিদ্ধান্ত এসএসসির। সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়ে দিয়েছিল গত বৃহস্পতিবারই৷ সেই নির্দেশ মতো অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা আদালতে জানিয়েছিল এসএসসি৷ আজ, অযোগ্যদের সেই তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *