নিউজ ডেস্ক ::২০২৪ সালে ১১২ ফুটের প্রতিমা নির্মাণ করে সবাইকে অবাক করে দিয়েছিলো রানাঘাটের অভিযান সংঘ। কিন্তু কিন্তু কিছু প্রশাসনিক জটিলতা ও ক্লাবের ভুল সিদ্ধান্তের জন্য সেই প্রতিমা সবাই দেখতে পারে নি। এবার আর সেই ভুল নয়। স্বপ্নকে ফের একবার বাস্তবের রূপ দেওয়ার চেষ্টা করছে রানাঘাটের কামালপুর গ্রামের অভিযান সঙ্ঘ। গত বছরের প্রতিশ্রুতি এই বছর রাখবেন উদ্যোক্তারা। তৈরি করা হচ্ছে ‘বিশ্বের সবথেকে বড় দুর্গা’, যার উচ্চতা হবে ১১২ ফুট। গত বছরের সেই ভুলগুলোর পুনরাবৃত্তি করেননি আয়োজকরা। উপযুক্ত অনুমতি নিয়েই ঝাঁপিয়েছেন স্বপ্নপূরণের জার্নিতে। ২০২৪ সালে এই পুজোর অনুমতি না দেওয়ার অন্যতম কারণ ছিল সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ। গত এক বছরে এই নিয়ে বিস্তর আত্মসমীক্ষা চালিয়েছেন পুজোর উদ্যোক্তারা। সুরক্ষার কথা মাথায় রেখে মণ্ডপে বেশ কয়েকটি পরিবর্তনও আনা হয়েছে।
গত বছরে বেস তৈরি করেছিল বাঁশ দিয়ে। এ বছর সেই জায়গায় এসেছে সিমেন্ট-কংক্রিটের বেস। তার উপরেই জায়গা পাবে ‘বিশ্বের সবথেকে বড় দুর্গা’। প্রতিমা সাজবে ডাকের সাজে। পুজোর আয়োজনের জন্য এগিয়ে এসেছে স্থানীয় ২০টি গ্রাম। বিশ্বের সবথেকে বড় দুর্গা’ তৈরি করতে কত টাকা খরচ হবে? এ বিষয়ে অন্যতম উদ্যোক্তা সুজয় বিশ্বাস জানান, দুর্গা প্রতিমা তৈরি করতে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা খরচ হতে চলেছে। তিনি আরও বলেন, ‘একসময়ে ধানতলা বা কামালপুরের মতো জায়গাকে দুষ্কৃতীদের জন্য চিনত অনেকে। এই দুর্গা তৈরি হওয়ার পরে গোটা ভারতবর্ষের মানুষের কাছে নতুন পরিচয় হবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার গ্রাম হিসেবে।’ এই প্রতিমা দেখার জন্য শহরের ভিড়ও কামালপুরমুখী হবে, আশাবাদী তিনি।
