নিউজ ডেস্ক ::শুরু হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO Summit 2025) এর বৈঠক। সেখানেই উপস্থিত রাশিয়া, চিন, ভারত সহ এশিয়ার বহু রাষ্ট্রনেতা। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO Summit 2025) এর বৈঠকের শুরুতেই একাধিক তাৎপর্যপূর্ণ ছবি। এদিন বৈঠক শুরুর সঙ্গে সঙ্গেই মূল অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবার আগে বক্তব্য রাখেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিন আন্তর্জাতিক মহলে ‘বুলিয়িং'(Bullying) বা দাদাগিরির মনোভাবের তীব্র সমালোচনা করেন শি জিনপিং। সমস্ত দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার পক্ষে সওয়াল করেন তিনি। বলেন, ‘বিশ্বে সাম্য আর সহযোগিতার পরিবেশ তৈরি করতেই এসসিও কে এগিয়ে আসতে হবে।’ ট্রাম্প ট্যারিফের আবহে তাঁর এই মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য। জিনপিং বলেন, এসসিও র সদস্য দেশগুলির অর্থনীতি মিলিয়ে সব মিলিয়ে প্রায় ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। ইতিমধ্যেই এই সদস্য দেশগুলিতে চিন বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে। সেই অঙ্ক ৮৪ বিলিয়ন ডলারেরও বেশি।
চিনের প্রেসিডেন্ট ঘোষণা করেন, এসসিও সদস্য দেশগুলির উন্নয়নের জন্য ১০০টি ছোট ছোট প্রকল্প গ্রহণ করা হবে। এগুলির মূল লক্ষ্য হবে বিভিন্ন দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। তিনি বলেন, ‘আমরা সবাই বন্ধু, সবাই পার্টনার। আমাদের প্রত্যেকের নিজস্বতাকে সম্মান করতে হবে। তার পাশাপাশি স্ট্র্যাটেজিক কানেকশান বাড়াতে হবে। যৌথভাবে, সহযোগিতার মাধ্যমেই উন্নতি করতে হবে।’
