নিউজ ডেস্ক ::স্মরণে আসে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান – ‘নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’। রবিবার ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে বার বার করে এই গানটাকে স্মরণ করতে হয়েছে। ঋতুপর্ণ ঘোষ, বাংলা ছবির এক কিংবদন্তি। তাঁর চলে যাওয়ার পর কেটে গিয়েছে প্রায় এক যুগ। কিন্তু তারপরও তিনি বাংলা ছবির জগতে ততটাই প্রাসঙ্গিক, যতটা সেদিন ছিলেন। বাংলা ছবির জগৎ আজও তাঁকে প্রতি মুহূর্তে মিস করে। রবিবার ঋতুপর্ণর জন্মদিনে স্মৃতির পাতায় ডুব দিলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে অভিনেতা ও রেডিও-ব্যক্তিত্ব মীর, যাঁরা ছিলেন তাঁর একান্ত সুহৃদ। যাঁদের হৃদয়ে আজও রয়েছে সৃষ্টিশীল মানুষটির স্মৃতি। প্রিয় বন্ধু-পরিচালককে নিয়ে এদিন সোশাল মিডিয়ায় এক পোস্ট করেন প্রসেনজিৎ।
তিনি লেখেন, ‘শুভ জন্মদিন ঋতু… তুই নেই, কিন্তু তোর সৃষ্টি আর তোর ভালোবাসা আজও আমাদের মধ্যে বেঁচে আছে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবি। সেই ছবি দেখে চিনতে কোনও অসুবিধা হয় না যে সেটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘গানের ওপারে’র শুটিং সেটের। সেখানেই ফ্রেমবন্দি হওয়া দু’জনের একটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন প্রসেনজিৎ। শুধু তাই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এদিন ঋতুচারণায় বুঁদ হয়েছেন মীরও। এক সময়ের ঋতুপর্ণ ঘোষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল তাঁর। এ কথা সকলেরই জানা। কিন্তু সেই মনান্তর বেশিদিন থাকেনি। তা কেটে গিয়ে দু’জনের সম্পর্ক যে ফের আগের জায়গায় ফিরে গিয়েছিল, মধুর হয়েছিল সে কথার উল্লেখ করেই এদিন একটি পোস্ট শেয়ার করেন মীর।
