দাগি তালিকায় ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের স্ত্রীর নাম

নিউজ ডেস্ক ::দাগি শিক্ষক তালিকায় ছিল প্রচুর তৃণমূল নেতা মন্ত্রী ও তাদের ঘনিষ্ঠাদের নাম। এবার সামনে এলো আরো এমন কিছু মানুষের নাম যাদের মানুষ শ্রদ্ধার চোখে দেখবেন। তালিকায় জ্বলজ্বল করছে পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের স্ত্রীর নাম। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য শিক্ষামহলে। হাটগোবিন্দপুর কলেজের অমল কুমার ঘোষের স্ত্রী সুমনা মল্লিকের নাম রয়েছে ওই তালিকায়। তিনি আগে জামালপুরের বেড়ুগ্রাম হাইস্কুলের এডুকেশনের শিক্ষিকা ছিলেন।

২৬ হাজার প্যানেল বাতিলের পরই চলে গিয়েছিল চাকরি। এবার নাম উঠে গেল দাগি তালিকায়। খবর সামনে আসতেই চরম অস্বস্তিতে অধ্যক্ষ স্বয়ং। তিনি কোনওভাবেই ক্যামেরার সামনে আসতে নারাজ। তবে তিনি বলছেন আইনের প্রতি তাঁর ভরসা রয়েছে। তিনি আইনের দ্বারস্থ হবেন। তবে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করছে তৃণমূল ছাত্র পরিষদ। বর্ধমান ২ ব্লকের টিএমসিপি-র কনভেনার অর্ণব দত্ত বলেন, “অধ্যক্ষের স্ত্রীর নাম দাগী শিক্ষকের তালিকায় থাকা লজ্জার। এর ফলে কলেজের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলেও তাঁর মত।”ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের সাধারণ পড়ুয়ারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *