নিউজ ডেস্ক ::নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় সক্রিয় হতে পারে। ফলত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সোমবার থেকে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া এই সাত জেলায়। বৃহস্পতিবারও একই রকম থাকবে পরিস্থিতি। এরপর বৃহস্পতিবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির পূর্বাভাস। জারি রয়েছে হলুদ সতর্কতা। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে টানা শনিবার অবধি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে এই সময়ে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। শনিবার পর্যন্ত কম-বেশি বৃষ্টি হলেও তাপমাত্রা ও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
