শাহরুখ-পত্নীর পরিশ্রমিক শুনলে চমকে উঠতে হয়

নিউজ ডেস্ক ::বলিউডে দীর্ঘ বছর রাজত্ব করছেন কিং খান। তবে পত্নী গৌরী খানও কিন্তু কম জনপ্রিয় নন। ইন্টিরিয়র ডিজ়াইনিংয়ের জগতে খুব জনপ্রিয় নাম গৌরী। বড় বড় সেলেবরাও তাঁদের বাড়ির ডিজ়াইন গৌরীকে দিয়ে করিয়ে থাকেন। তাঁর তালিকায় রয়েছে একঝাঁক তারকার নাম। সিদ্ধার্থ মলহোত্রা, জ্যাকলিন ফার্নান্দেজ়, করণ জোহর, অনন্যা পান্ডে এবং মনীশ মলহোত্রার মতো বিখ্যাত ব্যক্তিদের জন্যও কাজ করেছেন তিনি। কখনও কারও বাড়ি সাজিয়েছেন সুন্দর করে, কখনও আবার কারও অফিস। তবে কেউ যদি কিং খানের স্ত্রী গৌরীকে দিয়ে তাঁদের বাড়ি ডিজ়াইন করাতে চান, জানেন কি কত টাকা বাজেট রাখতে হবে? গৌরীর নিজের বাড়িটি প্রায়ই বিভিন্ন কারণে শিরোনামে থাকে। কারণ, শাহরুখের সাধের ‘মন্নত’ তাঁরই ডিজ়াইন করা।

তাঁর ব্র্যান্ড ‘গৌরী খান ডিজ়াইনস’ও বেশ জনপ্রিয়। ২০১৩ সালে, গৌরী খান একটি দোকানে ডিজ়াইনের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। তাঁর শখ অল্প সময়ের মধ্যে সফল কেরিয়ার তৈরি করা। এখন এই পেশা থেকে যে অর্থ তিনি উপার্জন করছেন, তা অভাবনীয়। জানেন কি কত টাকা পারিশ্রমিক নেন গৌরী?
সূত্রের খবর, গৌরী খান শুধুমাত্র আইডিয়া দেওয়া এবং কথা বলার জন্যই নাকি ৬ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অর্থাৎ, শুধু পরামর্শ নিতে হলে ৬ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তার পরে যদি তিনি বাড়ি সাজাতে রাজি হন, তা হলে তিনি ৩০ লক্ষ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। অর্থাৎ, শুধুমাত্র সাজসজ্জার খরচ লক্ষ লক্ষ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *