নিউজ ডেস্ক ::সাম্প্রতিককালের অন্যতম বিতর্কিত ছবি দ্য বেঙ্গল ফাইলস। এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেই তৈরী হয় বিতর্ক। এরপর থেকেই এই ছবি আদৌ বাংলার বুকে মুক্তি পাবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন জেগেছে সকলের মনেই। এককথায় বলতে গেলে ছবি মুক্তি ঘিরে সিঁদুরে মেঘ দেখেছেন ছবির পরিচালক-কলাকুশলি থেকে শহরের বিভিন্ন সিনেমাহলের মালিকরা। এবার ছবি মুক্তির আগে ‘দ্য বেঙ্গল ফাইলস’ কলকাতায় মুক্তি পাওয়া নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ আর্জি জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
নিজের সোশাল মিডিয়ায় মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করে তিনি এই ছবি মুক্তির আর্জি জানান মুখ্যমন্ত্রীর কাছে। কী বলেন এদিন এই ভিডিওতে বিবেক? এদিন মুখ্যমন্ত্রীকে তিনি বলেন, “আপনি ভারতীয় সংবিধান মেনে শপথ নিয়েছেন। তাই নাগরিকের বাক স্বাধীনতাকেও আপনার সুরক্ষিত করতে হবে। আমার এই ছবি সেন্সর বোর্ড থেকে পাস সার্টিফিকেট পেয়েছে ইতিমধ্যেই। তাই ‘দ্য বেঙ্গল ফাইলস’, যাতে শান্তিপূর্ণভাবে মুক্তি পায় বাংলার প্রতিটা সিনেমাহলে তা সুনিশ্চিত করা আপনার দায়িত্ব। এই দায়িত্ব আপনাকেই নিতে হবে।
