বুলেটপ্রুফ ট্রেনে চিনে পৌঁছলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

নিউজ ডেস্ক ::অবশেষে চিনে পৌছালেন উঃ কোরিয়ার নেতা কিম জং-উন। সাধারণভাবে কিম জং কখনো বিমানে যাতায়াত করেন না। এমনকি কয়েক মাস আগে তিনি মস্কো গোয়েছিলেন ট্রেনে। তাঁর ব্যক্তিগত ট্রেনটি যেমন বিলাসবহুল তেমনি নিরাপদ। ১৪ বছর ধরে পিয়ংইয়ং-এর শাসনভার সামলাচ্ছেন তিনি। কিন্তু একযুগেরও বেশি সময় ধরে মসনদে থেকেও আন্তর্জাতিক আঙিনায় সেভাবে দেখা যায়নি তাঁকে। মনে করা হচ্ছে, চিনের সঙ্গে উত্তর কোরিয়ার জোট আরও শক্তিশালী হয়ে উঠবে এর ফলে।জানা গিয়েছে, কিমের সঙ্গে রয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী চো সন-হুই ও অন্য সিনিয়র আধিকারিকরা। এর আগে ২০২৩ সালে কিমকে দেখা গিয়েছিল রাশিয়া সফরে যেতে। এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে তিনি গিয়েছিলেন চিনে।

অবশেষে প্রায় ৬ বছরেরও বেশি সময় পরে ফের বেজিংয়ে কিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চিনের লড়াইয়ের ৮০ বছর পূর্তিতে আয়োজিত কুচকাওয়াজের সাক্ষী থাকবেন তিনি। পুতিন ও জিনপিংয়ের পাশে বসে কিমকে দেখতে পাওয়া নিশ্চিত ভাবে আন্তর্জাতিক আঙিনায় এক বিরল দৃশ্য হয়ে থাকবে। বলে রাখা ভালো, দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়ার প্রধান ‘পৃষ্ঠপোষক’ হয়ে থেকেছে চিন। আমেরিকা ও পশ্চিমি বিশ্বের বহু দেশ নানা নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বেজিং পাশে থেকেছে কিমের। পরবর্তী সময়ে রাশিয়ার সঙ্গেও ঘনিষ্ঠতা বেড়েছে উত্তর কোরিয়ার। এদিকে ভারত গত জুনে উত্তর কোরিয়াতে রাষ্ট্রদূত নিয়োগ করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *