নিউজ ডেস্ক ::বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হয়ে চলেছে। পুরো ভাদ্রমাস জুড়েই সেই বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ ঝড়বৃষ্টির পূর্বাভাস।
আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া এই সব জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এ ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ফুঁসছে থাকা নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একেবারে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দুর্যোগ চলতে পারে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি রয়েছে সব জেলায়। নিম্নচাপের জেরে বৃষ্টি হবে কলকাতাতেও। কলকাতার বিভিন্ন প্রান্তে ব্যাপক বৃষ্টি হতে পারে। যার জেরে নিচু এলাকাগুলি ফের জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে ঝড়-বৃষ্টি চলছেই। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। আজও উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার সহ অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার কারণে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
