তিন দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী – নির্বাচনের আগে একগুচ্ছ পরিষেবা ঘোষণা করবেন

নিউজ ডেস্ক ::মঙ্গলবার মুখ্যমন্ত্রী গেছেন জলপাইগুড়ি। আজ, বুধবার তাঁর একাধিক কর্মসূচি আছে – যার মধ্যে অন্যতম প্রশাসনিক বৈঠক। জানা যাচ্ছে, আজ, বুধবার বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। জলপাইগুড়ি জেলায় এই সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উত্তরবঙ্গের সাতটি জেলার চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা ও দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য জমির পাট্টা তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এছাড়া বুধবার জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলির জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নমূলক প্রকল্প নিয়ে জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা ও রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালনা হচ্ছে তা কেমন পারফরম্যান্স হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তা নিয়ে যেমন আলোচনা করেন তেমনি বাংলার বাড়ি, কর্মশ্রী প্রকল্প নিয়েও বিশেষ রিপোর্ট নেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। জেলা প্রশাসন সূত্রে খবর, ‘উত্তরকন্যা’ থেকে বেলা ১২টায় মুখ্যমন্ত্রী চলে যাবেন জলপাইগুড়িতে। সেখানে এবিপিসি মাঠে সরকারি সহায়তা প্রদানের কর্মসূচি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *