সন্তোষমিত্র স্কোয়ার ও পুলিশের বিতর্ক সমানে চলেছে

নিউজ ডেস্ক ::মঙ্গলবার সন্তোষমিত্র স্কোয়ার পুজো কমিটিকে চতুর্থ চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। এর আগের তিনটে চিঠিতে নানা বিধি-নিষেধ ও নিয়মের কথা জানিয়েছিল। এবারও তাই। সন্তোষমিত্র স্কোয়ার থেকে পুলিশের নজর সড়ছেই না। নাগরিক মহল বলছেন, এর প্রধান কারণ এই পুজোটা বিজেপি প্রভাবিত বলেই পুলিশের বার বার চিঠি। মুচিপাড়া থানার তরফ মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়েছে। মণ্ডপ তৈরির ক্ষেত্রে বিভিন্ন বাধানিষেধের কথা বলা হয়েছে ওই চিঠিতে। এবার ওই মণ্ডপে পুজোর থিম অপারেশন সিঁদুর। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি অনেক দূর এগিয়ে গিয়েছে। পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। তার মধ্যেই পুলিশের এই চিঠি।

মণ্ডপের প্রবেশ এবং বাহির পথের জন্য নির্দিষ্ট আদেশ দিয়েছে পুলিশ। আরও বলা হয়েছে, ৬০টা সিসিটিভি লাগাতে হবে, মণ্ডপের প্রবেশদ্বারের কাছে কোনও হকার বসানো যাবে না, ২৫০ জন অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে। লাইট এবং সাউন্ডের ক্ষেত্রেও একাধিক বিধি নিষেধের কথা বলা হয়েছে। ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সামনে থেকে মন্ডপের প্রবেশদ্বার পর্যন্ত কোনও বিজ্ঞাপন লাগানো যাবে না বলে জানিয়েছে পুলিশ। এই চিঠি পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুজোর অন্যতম উদ্য়োক্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, “আমরা একটা ভাল কাজ করছি। এতে কোনও মানুষের কোনও অসুবিধা হবে না, কথা দিচ্ছি। তবে পুলিশ মন্ডপ তৈরির কাজে যেভাবে বাধা প্রদান করছে তাতে কোথায় গিয়ে দাঁড়াব সেটাও বলতে পারছি না।” সজল ঘোষের দাবি, সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর প্রবেশদ্বার ও বাইরে বেরনোর জন্য যতটা জায়গা পাওয়া যায়, ততটা জায়গা কলকাতার আর কোনও পুজোতে পাওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *