নিউজ ডেস্ক ::দ্রুত আবহাওয়ার রুপ পাল্টাচ্ছে। কখনো বৃষ্টি তো কখনো ঝকঝকে রোদ। শরতের ইমেজ পুরো মাত্রায় বজায় আছে। এদিকে পুজোতে বৃষ্টির পূর্বাভাস আছে।
হাওয়া অফিস জানাচ্ছে আজ ফের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। ভারী বৃষ্টি না হলেও একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি ঝড়ের সতর্কতাও রয়েছে। তাই বাইরে বেরোনোর আগে দেখে নিন আবহাওয়ার খবর। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দিনাজপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,বীরভূম, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ প্রায় সব জেলাতেই
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা৷ পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। স্থানীয়ভাবে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তালিকায় পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্তমানে জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই দুইয়ের জেরে রাজ্যের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি চলবে আগামী সপ্তাহের সোম-মঙ্গলবার পর্যন্ত। তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে।
অন্যদিকে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার অবধি।
