‘নেপালের ১৮ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীরা যে সাহস দেখিয়েছে, তা বাংলার ছেলেমেয়েদেরও দেখানো উচিত’ – অর্জুন সিং

নিউজ ডেস্ক ::অর্জুন সিংয়ের বিরুদ্ধে আবার একাধিক থানায় FIR করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তিনি উস্কানিমূলক কথা বলেছেন বলেই অভিযোগ। কী বলেছিলেন অর্জুন সিং?

নেপাল সরকারের দুর্নীতির বিরুদ্ধে যুবসমাজ যেভাবে গর্জে উঠেছে তা বড় উদাহরণ এবং বাংলায় এমনই গণ অভ্যুত্থান প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিং। তিনি বলেন, ‘নেপালের ১৮ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীরা যে সাহস দেখিয়েছে, তা বাংলার ছেলেমেয়েদেরও দেখানো উচিত।’ এই মন্তব্য প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং।’ আর তাই ব্যারাকপুর কমিশনারেটের একাধিক থানায় অর্জুন সিংয়ের নামে পুরসভার কাউন্সিলররা একের পর এক অভিযোগ দায়ের করেছেন।

যদিও FIR নিয়ে মাথা ঘামাতে নারাজ BJP নেতা। নিজের বক্তব্যে তিনি অনড়। তাঁর কথায়, ‘আবারও বলছি এই বাংলায় গণ অভ্যুত্থান করে দুর্নীতিগ্রস্ত সরকার ফেলে দেওয়া উচিত।’

মমতার সতর্কবার্তা

তবে অর্জুন সিংয়ের নাম না করলেও মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য নিয়ে সকলকে সতর্ক করেছেন। বিরোধীদের বিঁধে তিনি বলেন, ‘পড়শি দেশে অশান্তির সুযোগে অনেকে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়বে। এ রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা করতে পারে। তার জন্য রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে। এই অবস্থায় কেউ কেউ ঘোলা জলে মাছ ধরতে চাইবে। আমি বলব সতর্ক থাকতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *