পুজোর মুখে বড়ো ক্ষতির মুখে হাওড়ার রঙিন মাছের কারবারিরা

নিউজ ডেস্ক ::বাংলাদেশের পুনরাবৃত্তি নেপালে। গণবিদ্রোহে অগ্নিগর্ভ ভারতের পড়শি দেশ। তার আঁচ পড়ছে ইন্দো-নেপাল সীমান্তের এলাকাগুলিতে। শিলিগুড়ির পানিট্যাঙ্কি, পশুপতি নগর সীমান্ত বন্ধ। ফলে সমস্ত আমদানি-রপ্তানি স্তব্ধ। চিন্তার ভাঁজ হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীদের কপালে। নেপালে রাজনৈতিক অশান্তির কারণে বাতিল সমস্ত অর্ডার। চিন্তায় পড়েছেন তাঁরা। হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীদের সমস্ত অর্ডার বাতিল করেছে নেপালের এজেন্টরা। এর ফলে পুজোর মুখে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এখানকার রঙিন মাছ ব্যবসায়ীরা। শীতকাল বাদে গোটা বছর জুড়ে হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীরা নেপালের কাঠমান্ডুতে হরেক রকম রঙিন মাছ পাঠান। প্লাস্টিকের প্যাকেটে অক্সিজেন ভরে রঙিন মাছ প্যাকেজিংয়ের পরে ট্রেনে অথবা প্লেনে তা পাঠানো হয়। কোভিড পর্বের পরে ব্যবসা বেশ ভালোই চলছিল।

হঠাৎ করে গত ২-৩ দিনে নেপালে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে রঙিন মাছের সমস্ত অর্ডার আপাতত বাতিল। এ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তাও বোঝা যাচ্ছে না। হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, গোল্ড ফিশ, অ্যাঞ্জেল, অস্কার, মলি, গাপ্পি-সহ রকমারি মাছ যায় নেপালে। অর্ডার বাতিল হওয়ায় সে সব মাছ আপাতত চৌবাচ্চায় খাবার এবং ওষুধ দিয়ে রাখতে হচ্ছে। এর ফলে এক দিকে যেমন খরচ বাড়ছে, তেমনই দ্রুত মাছ বিক্রি করতে না পারলে সব টাকাই জলে যাবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *