নিউজ ডেস্ক ::২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘মাতৃপক্ষ’ এবার জায়গা পেল বিদেশের মঞ্চে। ১৬ তম শিকাগো সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হল এই ছবিটি। রাজেশ রায় পরিচালিত এই সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ছবিটি একটি গ্রামের মেয়ের গল্প ঘিরে তৈরি করা হয়েছিল। এই সিনেমায় খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপট। এই সিনেমায় অসাধারণ অভিনয় করে সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছিলেন স্বস্তিকা।
এবার সিনেমার এই বিরাট বড় সাফল্যের কথাও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী। সিনেমার একটি পোস্টার ভাগ করে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘আমাদের মুকুটে আরও একটি পালক জুড়লো। আমাদের চলচ্চিত্র মাতৃপক্ষ ১৬ তম শিকাগো দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। যাদের জন্য এটি সম্ভব হয়েছে তাদের সকলকে ধন্যবাদ।’ তিনি আরও লিখেছেন, ‘এটা একটা বিরাট বড় প্রাপ্তি। আপনাদের সকলের ভালোবাসা এবং সমর্থনে আমরা আজ এই জায়গায় দাঁড়িয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’
