নিউজ ডেস্ক ::অবশেষে নাটকের অবসান ঘটিয়ে পাকিস্তান টিম ব্যাট ও বল নিয়ে মাঠে নেমেছিল। বুধবারের এশিয়া কাপে পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচকে বর্ণনা করতে এই একটা শব্দই যথেষ্ট। দীর্ঘ টালবাহানা শেষে একঘণ্টা দেরিতে শুরু হল ম্যাচ। লো স্কোরিং ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটল পাকিস্তানে মুখে। লড়াই করেও এবারের মতো এশিয়া কাপ থেকে বিদায় নিল আমিরশাহী। খেলার খবর –
পাকিস্তান ১৪৬/৯ (ফখর ৫০, শাহিন ২৯*, জুনেইদ ৪/১৮)
সংযুক্ত আরব আমিরশাহী ১০৫ (রাহুল ৩৫, ধ্রুব ২০, শাহিন ২/১৬)
৪১ রানে জয়ী পাকিস্তান।
হ্যান্ডশেক বিতর্কের জেরে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন শাহিন আফ্রিদিরা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে পাকিস্তান খেলবে না বলে জানিয়ে দেয়। কিন্তু সেই আবেদন আইসিসি পত্রপাঠ খারিজ করে দেয়। তারপরেই বয়কটের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে পাকিস্তান। পিসিবির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও ক্রিকেটার মাঠে যাবেন না। কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পারে এটা হলে খুবই বিরূপ প্রতিক্রিয়া পড়বে বিশ্ব ক্রিকেট মহলে। তাই কিছুটা ভয় পেয়েই মাঠে নামে তারা।
