ইসরাইলের হামলার আশাঙ্কায় শঙ্কিত তুরস্ক

নিউজ ডেস্ক ::কাতারের উপর প্রবল আক্রমন করে ইসরাইল। আর এতেই সন্ত্রস্ত হয়ে উঠেছে তুরস্ক। হামাস নেতাদের শেষ করতে সম্প্রতি কাতারের রাজধানী দোহায় গোলাবর্ষণ করেছে ইজরায়েলি সেনা। সেই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছে তুরস্ক। দোহার মতো একই কায়দায় তাদের দেশেও ইজরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে অঙ্কারা। বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জেকি আকতুর্ক সতর্ক করে বলেন, “কাতারের মতো ইজরায়েল আরও অন্যান্য জায়গায় তাদের হামলার ঝাঁজ প্রসারিত করবে। নিজের দেশ তো বটেই, গোটা অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে তারা। তুরস্কের উপর হামলা হলে তার ফল ভালো হবে না।” ইজরায়েল ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে।

মধ্যপ্রাচ্যে ইহুদি দেশটির জন্ম কিছুতেই মেনে নিতে পারেনি তুরস্ক। শুধু তাই নয়, প্যালেস্তাইনের সমর্থক হিসাবে প্রথম সারিতে যে দেশগুলির নাম উঠে আসে, তার মধ্যে অন্যতম হল তুরস্ক। গাজায় ইজরায়েলের হামলা নিয়ে বারবার সরব হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইহুদি আক্রমণকে ‘গণহত্যা’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। ইজরায়েলের অভিযোগ, হামাসের প্রভাব বিস্তারে এবং তাদের হাত শক্ত করতে আঙ্কারার মদত রয়েছে। সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “হামাসকে নির্মূল করতে আমরা যে কোনও পদক্ষেপ নিতে পারি। সেটা সীমান্তের বাইরেও হতে পারে। নিজেদের রক্ষা করার অধিকার আমাদের আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *