সলমনকে এক হাত নিলেন অনুরাগ কাশ্যপ

নিউজ ডেস্ক ::মুম্বাইয়ে সলমন কখনোই বিতর্কের বাইরে ছিলেন না, আজও নেই। তাকে নিয়ে বিতর্ক সমানে চলেছে। এবার নতুন বিতর্ক। সদ্য ‘দাবাং’-এর পনেরো বছর পূর্তি হল। তবে সলমন খানের বিরুদ্ধে বিষোদগার কিছুতেই থামছে না চুলবুল পাণ্ডের ব্লকবাস্টার সিনেমার পরিচালক অভিনব কাশ্যপের। সম্পর্কে তিনি অনুরাগ কাশ্যপের ভাই। তবে দাদার মতো বলিউডের জমিতে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি অভিনব। কেন পারলেন না, যেখানে তাঁর ফিল্মি কেরিয়ারে ‘দাবাং’-এর মতো হিট সিনেমা রয়েছে? সম্প্রতি তার কারণ ব্যাখ্যা দিতে গিয়েই লমন খান ও তাঁর পরিবারকে দুষেছিলেন পরিচালক। অভিনবর বিস্ফোরক অভিযোগ, “সলমন গুন্ডা, আমার কেরিয়ার ধ্বংস করেছে।”

এমনকী ভাইজানের পরিবারকেও তুলোধনা করতে পিছপা হননি তিনি। এবার ফের একবার অভিনব কাশ্যপের নিশানায় সলমন ও খান পরিবার। দাবাং’ রিলিজের আগে কেন সলমনের ভাবমূর্তিতে ‘বিশেষ প্রলেপ’ দিতে হয়েছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথা বলতে গিয়েই রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন পরিচালক। যেখানে বলিউডের ভাইজানকে তিনি কখনও ‘ছেঁচড়া’ আবার কখনও বা ‘লুম্পেন’ বলে কটাক্ষ করেছেন। এবার নতুন কোন অভিযোগ জড়ো করলেন অভিনব কাশ্যপ? পরিচালক জানান, ‘দাবাং’-এ চুলবুল পাণ্ডের চরিত্রের জন্য প্রথমে আরবাজ খানকে প্রস্তাব দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *