নিউজ ডেস্ক ::পশ্চিমবঙ্গের আগেই সম্পন্ন হবে বিহারের নির্বাচন। বিহারের সম্ভাব্য নির্বাচনের একটা নির্ঘান্ট সামনে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ছট পুজোর পরই বিহারে হতে চলেছে নির্বাচন। তিন দফায় এই নির্বাচন হবে আগামী ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে। বর্তমান বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। নিয়মমতো তার আগেই শেষ করতে হয় নির্বাচন প্রক্রিয়া। সেইমতো রাজ্যে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই বিহার যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচনী প্রস্তুতির সঙ্গেই চূড়ান্ত ভোটার তালিকা পর্যালোচনা করবেন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত সেই তালিকা।
সূত্রের খবর, আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। এরই মাঝে সামনে সামনে এল বিহার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ। ২৪৩ আসনের বিহার বিধানসভায় বর্তমানে শাসকের আসনে এনডিএ। তাদের শিবিরে বিজেপির পাশাপাশি রয়েছে জেডিইউ ও এলজেপি। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতীশ কুমার। অন্যদিকে আরজেডি-এর নেতৃত্বে বিরোধী শিবিরে রয়েছে কংগ্রেস এবং বাম দলগুলি। এর বাইরে প্রশান্ত কিশোরের নেতৃত্বে জনসূরজ পার্টিও এবার সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। ত্রিমুখি এই লড়াইয়ে বাকিদের টক্কর দিতে ইতিমধ্যেই খয়রাতির রাজনীতিতে নেমে পড়েছেন নীতীশ। একের পর এক ভাতা ঘোষণা করা হচ্ছে সরকারের তরফে।
