নিউজ ডেস্ক ::দঃ ২৪ পরগনার সুন্দরবন মানেই বাঘ ও কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা। এমন পরিবার খুঁজে পাওয়া ভার যে পরিবারের কোন না কোনো ব্যক্তি বাঘের আক্রমনে প্রাণ দেয় নি। তেমনই সব পরিবারের মহিলারা বাঘ বাঁচানোর প্রতিজ্ঞা করলেন। বাসন্তীর শিবগঞ্জে আয়োজিত বাৎসরিক মিলন মেলায় এসে এরকম প্রায় চারশো মহিলা অঙ্গীকার করলেন সুন্দরবনকে রক্ষার। এদিন বিধবা মহিলাদের জীবিকার দাবিতে, মৎস্যজীবী-মৌলিদের সুরক্ষার দাবির পাশাপাশি সুন্দরবনের বাঘ, বাদাবন, সুন্দরবনের নদী বাঁধ রক্ষার দাবিতে একটি পথ মিছিল হয় বাসন্তীতে। মিলন মেলায় আগত বাঘের হামলায় প্রাণ হারানো বা জখমদের পরিবারদের হাতে দুর্গা পুজোর প্রাক্কালে নতুন জামা কাপড় ও রেশন সামগ্রী হাতে তুলে দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে। পাশাপাশি পুজোর আগে এই সমস্ত বাঘ আক্রান্ত পরিবারের সদস্যদের নিয়ে একটি পুনর্মিলন অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ ও সুন্দরবনকে রক্ষার অঙ্গীকার করেন সকলে।
যে বাঘ তাদের পরিবারকে শেষ করে দিয়েছে, সেই পরিবারের মহিলারা এগিয়ে আসলেন বাঘ বাঁচানোর জন্য, সুন্দরবন বাঁচানোর জন্য। পুনর্মিলন উৎসবে সেই শপথ নেন সবিতা, মেনকা, রত্না, গীতারা। সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়ে প্রাণ গিয়েছে এঁদের পরিজনদের। স্বামী বা অন্য পরিজনের মৃত্যুর পরে অনেকেই সংসার বাঁচানোর জন্য সেই জঙ্গলের পথই বেছে নিয়েছিলেন। তাঁদের নানা ভাবে বুঝিয়ে, বিকল্প পেশার হদিস দিয়ে, আর্থিক সাহায্য করে জঙ্গলের পথ থেকে সরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন এই বেসরকারি সংস্থার সদস্যরা।
