ঋণমুক্ত হতে মঙ্গলবার জ্যোতিষের পরামর্শ অনুযায়ী কিছু কাজ করুন

নিউজ ডেস্ক ::ভারতীয় জ্যোতিষশাস্ত্র খুবই প্রাচীন। গ্রহ ও নক্ষত্রের অবস্থানের উপর মানুষের ভাগ্য কিভাবে নির্ভর করে তা নিয়েই ভারতীয় জ্যোতিষ গবেষণা করে। আবার বার ও ঋতু অনুযায়ী পুজোর নির্ঘান্ট জানায় এই জ্যোতিষ। হিন্দুধর্মে, মঙ্গলবার, ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়। হনুমানজিকে হিন্দু ধর্মে সংকটমোচন নামেও পরিচিত। বিশ্বাস করা হয় যে হনুমান যে ভক্তের উপর প্রসন্ন হন তার সমস্ত ঝামেলা দূর হয়ে যায়। জীবনে সুখের বর্ষণ হয় তাঁর। আশীর্বাদ প্রাপ্তির জন্য পূর্ণ আচারের সঙ্গে মঙ্গলবার হনুমানজির পূজা করা হয়। এর বাইরে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন ও তা থেকে মুক্তি পেতে চান, তাহলে প্রতি মঙ্গলবার হনুমানের পূজা করার পাশাপাশি কিছু বিশেষ রীতি পালন করা প্রয়োজন। ঋণ থেকে মুক্তি পেতে মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে জুঁই তেলের প্রদীপ জ্বালান। তারপর সেখানে বসে হনুমান চালিসা পাঠ করুন। এর পাশাপাশি হনুমাষ্টক পাঠ করলে আরও বেশি উপকার হবে।

বিশ্বাস করা হয় যে এই উপায়ের মাধ্যমে, হনুমান তাঁর ভক্তকে সঠিক পথ দেখান ও তাঁর পথে আসা সমস্ত ঝামেলা- অশান্তি দূর করেন। যাঁরা কর্মক্ষেত্রে সাফল্য পেতে চান ও তাঁদের পছন্দের কাজ খুঁজছেন, তাঁদের জন্যও মঙ্গলবার নেওয়া একটি প্রতিকার খুব ফলদায়ক প্রমাণিত হয়। তাঁদের প্রতি মঙ্গলবার হনুমানজিকে চাল ও দই নিবেদন করা উচিত। তাতে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে। ঋণ থেকে মুক্তি পেতে মঙ্গলবার হনুমান জির পূজা করুন এবং ‘ওম হনুমতে নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এর পাশাপাশি মঙ্গলবার উপবাস পালন করলে হনুমানজির বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *