নিউজ ডেস্ক ::প্যাকেজ মশলার ১০০ বছরের ঐতিহ্য বহন করে চলেছে সানরাইজ। বাঙালির রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ এই প্যাকেটজাত মশলা। দুর্গাপূজার অসাধারণ সুগন্ধ খিচুড়ি থেকে শুরু করে মটন কষা – সানরাইজ মশলায় লালিত হয়ে আসছে বহুকাল ধরে।
শহরে দুর্গাপুজো উদযাপনে সানরাইজ মশলার থাকবে অনন্য ভূমিকা। ‘সানরাইস – মায়ের সাথে সেলফি’ এক অনন্য ভূমিকা নিয়েছে ঐতিহ্যের সঙ্গে। পুজো উৎসবকে আরো বেশি সুন্দর করে তুলবে। পুজো মন্ডপে এই ‘সানরাইজ – মায়ের সাথে সেলফি’ ১০০ বছরের ঐতিহ্যকে ফিরিয়ে আনবে।
সানরাইজের ব্র্যান্ড এম্বাসাডর আবীর চট্টোপাধ্যায় সকলকে আমন্ত্রণ জানান সানরাইজের নতুন এই মশলার জগতে।
