বারাকপুর মোহনপুরের দুর্গা প্রতিমা গড়ে উঠেছে ৭ পক্ষ দেশলাই কাঠি দিয়ে

নিউজ ডেস্ক ::দুর্গাপুজোর বিশেষ চমকটাই এখন আকর্ষনীয় হয়ে ওঠে দর্শকদের কাছে। সেই চমক সৃষ্টির জন্যই মোহনপুরের সর্বপল্লী সার্ব্বজনীন দুর্গোৎসব কমিটি এ বছর ৭ লক্ষ দেশলাই কাঠি দিয়ে গড়েছেন তাদের প্রতিমা। এবছর তাদের ৩৮ তম বর্ষে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে একেবারেই ভিন্ন রূপে। প্রায় সাত লক্ষ দেশলাই কাঠি জোড়া দিয়ে। প্রতিমাটি গড়ছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা শিল্পী জ্যোতির্ময় বনিক।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেমন মণ্ডপে বাঁশ, পাটের বস্তা ও নারকেলের দড়ি ব্যবহার করে কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার বার্তা দেওয়া হয়েছে, তেমনভাবেই ধীরে ধীরে গ্যাস লাইটারের ব্যবহারের ফলে হারিয়ে যাওয়া দেশলাই শিল্পকে পুনর্জীবিত করার প্রয়াসেই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা নেওয়া হয়।

দেশলাই কাঠির বারুদ দিয়ে দেবীর মাথার চুল, গয়না তৈরি হয়েছে। শুধু মা দুর্গা নন, এভাবে মহিষাসুর, সিংহ, এমনকী সাপও বানিয়েছেন তিনি। তিন মাস ধরে তৈরি হচ্ছে এই প্রতিমা। কমিটির তরফে জানানো হয়েছে, ব্যারাকপুর সর্বপল্লী এলাকার স্থানীয় বাসিন্দা বিভাশ সরকারের বাল্যবন্ধু জ্যোতির্ময় বনিককে দিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই প্রতিমা গড়ার জন্য রাজি করানো হয়েছে। ইতিমধ্যেই এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে দেশলাইয়ের প্রতিমা ঘিরে। অন্যদিকে শিল্পী জ্যোতির্ময় বনিক জানান, ছোটবেলা থেকেই তিনি প্রতিমা তৈরির কাজে যুক্ত। এর আগেও দেশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরি করে উত্তরবঙ্গে সাড়া ফেলে দিয়ে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *