নিউজ ডেস্ক ::বাম আমালের প্রাক্তন মন্ত্রী তথা সুন্দরবনের ভূমিপুত্র কান্তি বিশ্বাস আজও মানুষে দুঃখে উদ্বিগ্ন হয়ে ওঠেন। ইরাকের রাজধানী বাগদাদে আটকা পড়েছেন সুন্দরবনের বিভিন্ন গ্রামের ১৪ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের দেশে ফেরার জন্য শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। চিঠিতে কান্তি জানিয়েছেন, শ্রমিকদের ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তবু তাঁরা ইরাক থেকে দেশে ফিরতে পারছেন না। বিষয়টি অত্যন্ত তৎপরতার দাবি রাখে, উল্লেখ করে তিনি সরকারের হস্তক্ষেপে এই পরিস্থিতি সমাধানের অনুরোধ করেছেন। চিঠিতে তিনি আরও বলেছেন, “এই শ্রমিকদের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব রকম ব্যবস্থা গ্রহণ করুন।”
সুন্দরবনের এই শ্রমিকরা বিভিন্ন গ্রাম থেকে গিয়েছিলেন ইরাকে কাজের জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকদের বেশিরভাগই নির্মাণ ও মেরামতির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। দেশে ফেরার ক্ষেত্রে যে দেরি হচ্ছে, তা সামাজিক ও রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়ার কারণ হতে পারে।কান্তি গঙ্গোপাধ্যায় আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় সরকার দ্রুত হস্তক্ষেপ করে শ্রমিকদের স্বজনদের কাছে ফিরিয়ে দেবে। বিষয়টি রাজ্য সরকারেরও নজরে রয়েছে, এবং প্রয়োজনীয় সমন্বয় করে তাঁদের নিরাপদ ফেরা নিশ্চিত করা হবে। শ্রমিকদের আটকে থাকা পরিস্থিতি প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে। এখন নজর থাকবে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে, যাতে সুন্দরবনের এই পরিযায়ী শ্রমিকরা দ্রুত স্বদেশে ফিরতে পারেন।
