নিউজ ডেস্ক:: কো-জাগরি লক্ষ্মী পুজো। বাংলার ঘরে ঘরে চলেছে তারই প্রস্তুতি। এরই মধ্যে সকাল থেকে আকাশের মুখ ভার। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আছে।
রবিবার সকালের পর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে। তবে একনাগাড়ে ভারী বৃষ্টি হবে না কোথাও। রবিতে বৃষ্টি হবে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস। এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সোমবার বীরভূম এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা সোমবারের। মঙ্গলবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে এই সমস্ত জেলায়।
আজ কলকাতায় দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। বৃষ্টির সঙ্গে দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া। সে কারণে কলকাতায় হলুদ সতর্কতা জারি রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। রবিতে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনায় কমলা সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের (২০ সেন্টিমিটারেরও বেশি) সম্ভাবনা। এই দুই জেলায় লাল সতর্কতা জারি রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরের জেলাগুলিতে।
