অবশেষে ২ জনকে গ্রেফতার করতে বাধ্য হলো মমতার পুলিশ

নিউজ ডেস্ক ::পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বাধার তৈরী করে রাজনীতি। তা না হলে প্রকাশ্যে আমন ভয়ঙ্কর ঘটনার পরেও ৫৪ ঘন্টা লাগলো পুলিশের আততায়ীদের ধরতে। সোমবার দুপুরে ওই ঘটনার পর থেকে প্রায় ৫৪ ঘণ্টা কেটে গিয়েছে। অবশেষে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬ জনের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম-পরিচয় জানা যায়নি এখনও। তবে হামলার দিন ওই দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। বর্তমানে খগেন মুর্মু দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। শঙ্কর ঘোষকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। খগেন মুর্মুর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

মঙ্গলবারই তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী। ইতিমধ্যেই পুরো ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। একজন সাংসদের উপর হামলা হওয়া সত্ত্বেও কেন পুলিশের এমন গাফিলতি? কেন গ্রেফতারিতে এত দেরী, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে তৃণমূলের দাবি, এই মুহূর্তে বন্যাত্রাণই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *