আর কিছু সময় পরেই আলোচনায় বসতে চলেছেন মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার

নিউজ ডেস্ক ::আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান এখন খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব ভাগ হয়ে গেছে মূলত দুটি শিবিরে। এখন পর্যন্ত ভারতের অবস্থান স্পষ্ট নয়। এই অবস্থাতেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত আগমন বেশ উল্লেখযোগ্য। বৃহস্পতিবার মুম্বইয়ে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বুধবার সকালে তাঁর বিমান মুম্বইয়ে অবতরণ করে। এরপর এদিন সাক্ষাৎ হল দুই রাষ্ট্রনায়কের। জানা যাচ্ছে, তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানে দুই দেশের কৌশলী অংশীদারিত্ব নিয়ে কথা হবে। আলোচনা হবে ২০৩৫ সালের রোডম্যাপ নিয়ে। জানা যাচ্ছে, মোদি-স্টার্মার বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু, শিক্ষার মতো নানা বিষয় নিয়েও আলোচনা হতে চলেছে। গত বছরের জুনে ব্রিটেনের মসনদে বসেন স্টার্মার। ১৪ বছর পর ক্ষমতায় ফেরে লেবার পার্টি। ব্রিটেনের ৬৫০ আসনের হাউস অফ কমন্সে ৪১২ আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা। ফলাফল স্পষ্ট হওয়ার পর ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ফোনে অভিনন্দন জানান মোদি। স্বাভাবিক কারণেই এই দুই রাষ্ট্রনায়কের মধ্যে সম্পর্ক খুবই মধুর। এবার দেখতে হবে এর থেকে ভারতের কোনো লাভ হয় কিনা!

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সহমত হন দুই রাষ্ট্রপ্রধান। একই সঙ্গে স্টার্মারকে ভারতে আসার আমন্ত্রণও জানান ভারতের প্রধানমন্ত্রী। এবার সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এদেশে এসেছেন স্টার্মার। বুধবার সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন স্টার্মার। তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, অজিত পওয়ার এবং রাজ্যের রাজ্যপাল আচার্য। এরপরই মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘ব্রিটেনের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে প্রথম ঐতিহাসিক ভারত সফরে প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারকে স্বাগত জানাই। শক্তিশালী ও পারস্পরিক উন্নত ভবিষ্যৎ রচনার জন্য আগামিকাল আমাদের বৈঠকের দিকে তাকিয়ে আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *