সফল হয়েছে দিতিপ্রিয়ার নাকের অস্ত্রোপচার

নিউজ ডেস্ক ::অপারেশন মানেই অপারেশন! তা যতই ছোট হোক আর বড়ো হোক। বুধবার সোশাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর দিয়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জানিয়েছিলেন নাকে অস্ত্রোপচার হওয়ার কথাও। এবার অস্ত্রোপচার হওয়ার পরই নিজের দর্শকদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী। নেপথ্যে ঠিক কোন কারণ? অস্ত্রোপচার হওয়ার পর বৃহস্পতিবারই সুখবর এল অভিনেত্রীর কাছে। সেই শুনে আপ্লুত দিতিপ্রিয়া। একইসঙ্গে জানালেন অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন জানালেন নিজেই। এদিন সোশাল মিডিয়ায় নিজের বেশ কিছু ছবি পোস্ট করে দিতিপ্রিয়া লেখেন, ‘আমার অস্ত্রোপচার সুষ্ঠভাবে মিটে গিয়েছে। আমার জন্যও আপনারা সকলে প্রার্থনা করেছেন। তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং একইসঙ্গে খুব ভালো খবর পেলাম ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক এখন বেঙ্গল টপার।’

এর পরেই তিনি বলেন, ‘এই স্থান অর্জন করা সহজ ছিল না। ধারাবাহিকের গোটা টিমকে এর জন্য অনেক শুভেচ্ছা। এটা কখনই দর্শকের ভালোবাসা ছাড়া হত না।’ এদিন এমনটা লিখেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন দিতিপ্রিয়া। উল্লেখ্য, বুধবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে দিতিপ্রিয়া জানান, তাঁর অস্ত্রোপচার হতে চলেছে। অভিনেত্রী লেখেন, ‘আমার একটা ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন আমাকে পাবেন না। আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব।’ কিন্তু ঠিক কী হয়েছে অভিনেত্রীর? জানা যাচ্ছে, দিতিপ্রিয়ার নাকি নাকের হাড়ে একটি সমস্যা দেখা দিয়েছে। আর তারই অস্ত্রোপচার হবে। বছর দুই আগেই নাকি এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ব্যস্ততায় তা হয়ে ওঠেনি। মাঝে মাঝেই তাঁর নাক থেকে রক্ত পড়ত। তা নিয়েই চলত কাজ। তবে খুব ছোট একটি অস্ত্রোপচার হবে বলেই জানিয়েছেন পর্দার ‘রানি মা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *