কামারহাটিতে প্রবল জন্ডিসের প্রকোপ – ত্রাসে ভুগছে ১০ নম্বর ওয়ার্ডের মানুষ

নিউজ ডেস্ক ::কামারহাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড জুড়ে ছড়িয়ে পড়েছে জন্ডিসের প্রকোপ। একাধিক বাসিন্দা আক্রান্ত হওয়ায় এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে কামারহাটি পৌরসভা ও জেলা স্বাস্থ্য দফতর। পৌরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য শ্যামল চক্রবর্তী স্বয়ং পরিদর্শনে নেমেছেন আক্রান্ত অঞ্চলগুলিতে। তিনি জানিয়েছেন, এলাকার বিভিন্ন স্থানে জল সরবরাহের পাইপলাইনে লিকেজ ও নিকাশি ব্যবস্থার সমস্যা চিহ্নিত হয়েছে। বিশেষত কালাচাঁদ স্কুল থেকে মৌসুমী মোড় পর্যন্ত রাস্তার ধারে একটি পাইপলাইনে ফাঁটল ধরা পড়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই স্থান থেকেই জলের দূষণ ছড়িয়ে পড়তে পারে। শ্যামল চক্রবর্তী জানান, পুরনো অ্যাসবেস্টার পাইপ বদলে নতুন পিভিসি পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। কোথাও যেন দূষণ না ছড়ায়, সে বিষয়টি আমরা নজরে রাখছি। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে, কামারহাটি পৌরসভার পক্ষ থেকে ক্লাবগুলির সহায়তায় স্বাস্থ্য শিবির চালু করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসা ও এলাকার মানুষকে সচেতন করতে চলছে প্রচার। পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সিএমওএইচ-এর তত্ত্বাবধানে স্বাস্থ্য আধিকারিকরাও এলাকায় শিবির করছেন এবং নাগরিকদের ফুটানো জল পান করার পরামর্শ দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *