নিউজ ডেস্ক ::বাংলার অন্যতম জেলা পুরুলিয়া। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সর্বত্র পুরুলিয়া দ্রুত এগিয়ে চলেছে। রাজ্যস্তরীয় মুয়ে থাই প্রতিযোগিতায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পুরুলিয়ার প্রতিযোগীরা। মুয়ে থাই হল থাইল্যান্ডের একটি মার্শাল আর্ট। যেখানে বিভিন্ন ধরণের কিক এবং পাঞ্চ ব্যবহার করা হয়। মূলত কনুই এবং হাঁটু ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীদের উপর প্রতিঘাত করেন প্রতিযোগীরা। এটাই এই মার্শাল আর্টের বিশেষত্ব। গত ১১ এবং ১২ অক্টোবর উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ঘোষবাড়িতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে পুরুলিয়া থেকে মোট ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৬ জন সোনা এবং ৩ জন রুপোর মেডেল নিয়ে বাড়ি ফেরেন। তাঁরা ফিরতেই তাঁদের নিয়ে আনন্দে মেতে ওঠেন পুরুলিয়াবাসী।
এই বিষয়ে কোচ মহারাজ সিং সর্দার বলেন, অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগী দুর্দান্ত সফলতা পেয়েছে। পুরুলিয়ার মাটি বরাবরই যোদ্ধাদের মাটি। এখানকার মানুষ হার মানতে জানে না। সুযোগ পেলে তাই বরাবর নিজেদের প্রমাণ করতে পারে। আগামীদিনেও তাঁরা এইভাবেই জেলার নাম উজ্জ্বল করবেন। এই প্রতিযোগিতায় পুরুলিয়ার ৯ জন প্রতিযোগী দুর্দান্ত সফলতা অর্জন করেছেন। ৪২ কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছেন প্রিতম খান, ৫৪ কেজি ক্যাটাগরিতে নকুল মাহাতো, ৫৭ কেজি ক্যাটাগরিতে সৌহার্দ্য মাঝি, ৬৩ কেজি ক্যাটাগরিতে অনিন্দ্য ঘোষ, ৬৬ কেজি ক্যাটাগরিতে প্রকাশ মাহাতো ও ৭৮ কেজি ক্যাটাগরিতে অয়ন বিশ্বাস সোনা পেয়েছেন।