নিউজ ডেস্ক ::মঙ্গলবার বীরভূমের নলহাটিতে ছিল তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনী। সেখানে উপস্থিত ছিলেন শতাব্দী ও অনুব্রত মন্ডল। আর অনুব্রতই প্রশ্নটা ছুঁড়ে দিলেন বক্তৃতায়। আর সেখান থেকেই আলোচনা শুরু। বক্তৃতার মধ্যে অনুব্রত হঠাৎই বলেন, ‘‘বড় ভাল মেয়ে পেয়েছি আমরা।’’ কেষ্ট আরও বলেন, ‘‘আমাদের চার বারের এমপি শতাব্দী। বিধায়ক হননি কখনও। জানি না, এ বার বিধানসভায় দাঁড়াবেন কি না, মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কি না তাঁর।” কেষ্টর ওই কথা শুনে মঞ্চে চেয়ারে বসা শতাব্দী সশব্দে হাসেন। সকলেই হাততালি দিয়ে ওঠেন। তারপরেই শুরু হয় গুঞ্জন।
প্রশ্নতো থেকেই যায় এতো বছরের সাংসদ কেন এবার রাজ্যে মন্ত্রী হবেন না? অনুব্রত আরো বলতে থাকেন, “২০০৯ সাল থেকে চার বার সাংসদ হয়েছেন শতাব্দী। তখন ছিল মোরাম রাস্তা। এখন সব ঢালাই রাস্তা। আগের সাংসদকে দেখা যেত না। কিন্তু শতাব্দী বীরভূমের মাটিকে ভালবাসেন। ভালবাসেন বলেই গ্রামের আনাচে-কানাচে ঘুরে বেড়ান।” তাঁর সংযোজন, ‘‘সত্যিই খুব ভাল মেয়ে পেয়েছি আমরা। এখানে যিনি আগে এমপি ছিলেন, তাঁকে কোনও দিন এলাকায় দেখা যেত না। কিন্তু ২০০৯ সাল থেকে পরিস্থিতি বদলে গিয়েছে।’’ আসলে শতাব্দী এবং কেষ্টর সম্পর্ক বরাবরই ‘মধুর’। গত বছর জেলযাত্রা শেষে তৃণমূলের তরফে বীরভূমে অনুষ্ঠিত প্রায় সমস্ত বিজয়া সম্মিলনীতে উপস্থিত থেকেছেন কেষ্ট। কিন্তু তখন অনুপস্থিত ছিলেন জেলা তৃণমূলের দুই আলোচিত ব্যক্তিত্ব— শতাব্দী এবং কাজল।