যশ-নূরের মান অভিমান কি মিটতে চলেছে?

নিউজ ডেস্ক ::সম্প্রতি যশের একটি পোষ্ট ও নূরের প্রতিক্রিয়া দেখে তো নাগরিক মহল মনে করছে ওদের সম্পর্কের ‘আঠা’ আবার লাগছে। বেশ কয়েকমাস আগেই তাঁদের সম্পর্কে মান-অভিমানের পালা চলছিল। মেঘ জমেছিল দু’জনের মনেই। সেই মেঘের ঘনঘটা কেটে গিয়ে যে ফের তাঁদের সুখী দাম্পত্যজীবন কাটছে তা তাঁদের সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাচ্ছে। সম্প্রতি সেরকমই আরও এক চোখে পড়ল নেটিজেনদের। কীভাবে? নায়িকার পোস্ট করা ভিডিওই দিচ্ছে সেই ইঙ্গিত। নায়িকা নুসরত জাহান যে বেশ খুশি সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে মন চাইলেই যে নিজের পছন্দের খাবার খেয়ে ফেলতে পারেন তিনি এমনটা তো একেবারেই নয়। বিরিয়ানি, মিষ্টি ইত্যাদি রয়েছে তাঁর পছন্দের খাবারের তালিকায়। কিন্তু ফিটনেসের জন্য সেসব থেকে শত হস্ত দূরে থাকেন নায়িকা।

তবে এবার তাঁর দর্শক-অনুরাগীদের চমকে দিয়ে সক্কাল সক্কাল এককাপ চকোলেট খেয়ে ফেললেন তিনি। যা দেখে সকলের চক্ষু চড়কগাছ। ক্যাপশনে নুসরত যা লিখেছেন তার অর্থ খানিকটা এরকম হয়, ‘জীবনে অনেক কিছুই ঘটবে। কিন্তু চকোলেট সবকিছু ঠিক করে দেবে।’ তবে নুসরতের চকোলেট খাওয়ার ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের তার থেকেও বেশি নজর কেড়েছে যশের দুষ্টুমিভরা কমেন্ট। অভিনেত্রী-স্ত্রীয়ের এই ভিডিওতে যশ কমেন্ট করেছেন ‘আরও কিছু চাই নাকি?’ প্রত্যুত্তরে লজ্জায় মুখ ঢাকা এক ইমোজি দিয়েছেন নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *