গোবরডাঙ্গার ডাক্তার পরিবারের সকলেই বাংলাদেশের নাগরিক

নিউজ ডেস্ক ::বিজেপি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এইসব কারণেই পশ্চিমবঙ্গে বিহারের মতো ‘SIR’ প্রয়োগ দরকার। গোবরডাঙ্গার চিকিৎসক গৌতম ঢালী ও তার পুরো পরিবারের নাম যেমন আছে বাংলাদেশের সাতক্ষীরায় তেমনই আছে এখানে। এই নিয়ে সুর ছড়িয়েছে বিজেপি। আছে ভোটার এবং আধার কার্ড-ও। এ নিয়ে শনিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থানার পায়রাগাছি এলাকায় শোরগোল শুরু হয়েছে। অভিযোগ, অবৈধ ভাবে এ দেশে রয়েছেন পেশায় চিকিৎসক গৌতম ঢালী ও তাঁর পরিবার। খবর নিতে ওই বাড়িতে গিয়েছে পুলিশ। গোবরডাঙার থানার বেড়গুম-২ গ্রাম পঞ্চায়েতের ১৬৪ নম্বর বুথের ভোটার তারকনাথ ঢালী। খোঁজখবর করে দেখা যায়, ভারতের পাশাপাশি বাংলাদেশের ভোটার তালিকাতেও তাঁর এবং তাঁর পরিবারের নাম রয়েছে। সাতক্ষীরার ভোটার কী ভাবে গোবরডাঙার ভোটার হলেন, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। তারকের পুত্র পেশায় চিকিৎসক বলে জানাচ্ছেন স্থানীয়েরা। এলাকায় ওই পরিবারের পরিচিতি রয়েছে।

গৌতমের বাবা তারকনাথ জানিয়েছেন, তিনি বছর দশেক আগে বাংলাদেশ থেকে বাংলায় আসেন। তার পর উত্তর ২৪ পরগনাতেই বসবাস করছেন। কী ভাবে ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি পেলেন, তা বিস্তারিত ভাবে বলেননি তিনি। তবে তাঁর দাবি, ‘‘বহু বছর হল আর বাংলাদেশ ফেরিনি।’’ স্থানীয়েরা জানাচ্ছেন, শুধু তারকনাথ নন, তাঁর কয়েক জন আত্মীয় সম্প্রতি বাংলাদেশ থেকে এ দেশে এসে ভোটার তালিকায় নাম তুলেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ সরকারি চাকরিও করেন। এ নিয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান ঝুমা ঘোষের মন্তব্য, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত ছিলাম না। সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। প্রশাসনের কাছে অবিলম্বে জানানো হবে।” দুপুরেই তারকনাথের বাড়িতে পৌঁছে যায় গোবরডাঙা থানার পুলিশ। বেশ কিছু সময় ধরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তারা। নথিপত্র দেখতে চাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *