আজ থেকে দাম কমলো ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের

নিউজ ডেস্ক ::প্রতিমাসের প্রথমদিন গ্যাসের নয়া দাম নির্ধারন করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি। গত কয়েক মাসে দাম কিছুটা কমেছে। তার আগে বেশ কয়েক ধাক্কায় অনেকটা দাম বেড়ে গিয়েছিল। গত মাসেও কিছুটা দাম বেড়েছিল। গত মাসে দাম বাড়লেও, নভেম্বর মাসের প্রথম দিনেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম সামান্য কমল। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এবার থেকে ১৯ কেজির এলপিজি গ্যাস কিনতে খরচ পড়বে, জেনে নিন। ইন্ডিয়ান অয়েলের (IOCL) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের ১ তারিখে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৪ থেকে সাড়ে ৬ টাকার কমেছে। দিল্লি এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫ টাকার কমেছে। বর্তমানে দিল্লি ও মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল যথাক্রমে ১,৫৯০ টাকা ৫০ পয়সা এবং ১,৫৪২ টাকা হয়েছে।

কলকাতাতেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম সবথেকে কমেছে। সিলিন্ডার পিছু সাড়ে ৬টাকা কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৬৯৪ টাকা। চেন্নাইতে সাড়ে ৪ টাকা দাম কমে নতুন দাম হয়েছে ১,৭৫০ টাকা।তবে গৃহস্থের বাড়িতে ব্যবহার হওয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮৭৯ টাকা। দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা। মুম্বইতে ৮৫২ টাকা ৫০ পয়সা ও চেন্নাইতে ৮৬৮ টাকা ৫০ পয়সা দাম রয়েছে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *