একাদশীর সকালে অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভয়ঙ্কর ঘটনা – মৃত ৯

নিউজ ডেস্ক ::ধর্মের নামে বার বার এমন ঘটনা ঘটছে ভারতের বিভিন্ন প্রদেশে। তেমনই এক ঘটনা ঘটলো শুক্রবার সকলে অন্ধ্রপ্রদেশে। পদপিষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন একাধিক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একাদশীতে এদিন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো দিতে গিয়েছিলেন বহু ভক্ত। প্রবল ভিড়ের কারণে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরই হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ‍্যে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

অন্ধ্রপ্রদেশের রাজ‍্যপালের দফতর একটি বিবৃতিতে ঘটনার জন‍্য শোকপ্রকাশ করেছে। বিবৃতিতে জানান হয়েছে, ভক্তদের প্রবল ভিড়ের কারণেই ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ ঘটনাস্থলে পৌঁছবেন। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের সরকারের পক্ষ থেকে জানান হয়েছে যে, মন্দিরটি ব্যক্তিগতভাবে পরিচালিত হয়, ইনডাউনমেন্ট ডিপার্টমেন্টের অধীনে নয়। পাশাপাশি আয়োজকরা সমাবেশের জন্য অনুমোদন নেননি এবং যেখানে ভক্তরা জড়ো হয়েছিলেন সেই এলাকা এখনও নির্মাণাধীন ছিল বলেই জানা গিয়েছে। অন্ধ্রের মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন যে তিনি এই ঘটনায় ‘শোকাহত’। ‘‘এটি খুবই মর্মান্তি যে ভক্তরা এই দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গিয়েছেন। আমি শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি’’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *