নিউজ ডেস্ক :এতদিন রাজ্য তৃণমূল বলে এসেছে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা এক লক্ষ মানুষকে নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। আর এবার বিজেপি বলছে একজন অবৈধ ভোটারের নাম থাকলে তারা কমিশনের বিরুদ্ধে বড়ো আন্দোলনে নামবে। এসআইআরের পর একজন অবৈধ ভোটারের নামও ভোটার তালিকায় থাকলে ১ লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবেন বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিজেপি নেতা সজল ঘোষ। এসআইআর ঘোষণার আগে থেকে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে। কীভাবে মাত্র মাস দুয়েকের মধ্যে ভোটার তালিকা সংশোধন সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছিলেন, “আগে সরকার নির্বাচন করতে মানুষ ভোট দিতেন। আর এখন সরকার ঠিক করছে, কারা ভোট দেবেন।” তারপরই নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, “যদি একজন বৈধ ভোটারেরও অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে বাংলা থেকে এক লক্ষ লোক নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন।”
এবার পাল্টা আক্রমনের পথে বিজেপি। তৃণমূল যখন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিয়ে কমিশনের উপর চাপ বাড়াচ্ছে, তখন অবৈধ ভোটার নিয়ে কমিশনের উপর পাল্টা চাপ বাড়াল বিজেপি। গেরুয়া শিবির বারবার অভিযোগ করেছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বাংলায় আশ্রয় নিয়েছে। তাদের ভোটার কার্ড হয়েছে এই বাংলায়। ভোটও দিচ্ছে। এসআইআর হলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে বলে বিজেপি নেতারা বারবার মন্তব্য করছেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার দাবি করেছেন, এসআইআর হলে এক কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। সেই অবৈধ ভোটার নিয়েই এবার কমিশনের উপর চাপ বাড়াল গেরুয়া শিবির। এদিন সোশ্যাল মিডিয়ায় সজল ঘোষ লিখেছেন, ‘একজন অবৈধ ভোটারেরও নাম যদি ভোটার লিস্টে থাকে, ১ লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে।’
