নিউজ ডেস্ক ::সম্ভবত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই মিটলো এই সমস্যা। শুরুটা সেই প্রজাপতি সিনেমা দিয়ে আর শেষ হয় রঘু ডাকাত দিয়ে। তা নিয়ে জল গড়িয়েছিল বহুদূর! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে খবর নিয়েছিলেন। কিন্তু সেই দেবই আবার পিঠ চাপড়ে দিলেন কুণালের, হাতে তুলে দিলেন পুষ্পস্তবক, আর বললেন, ‘খুব ভাল অভিনেতা…’ তাহলে কি সব মিটমাট? ভেনু, টেকনিশিয়ান স্টুডিয়ো। শুক্রবার সন্ধ্যায় সেখানে বসেছিল চাঁদের হাট। নেপথ্যে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল সিনে ফেডারেশন। সেখানে হাজির ছিল ‘দুই পৃথিবী’! জিৎ-দেব!
সন্ধ্যার কিছু পরে সেই মঞ্চে আসেন কুণাল ঘোষ। জিৎ-দেব-কুণাল সবাই তখন এক মঞ্চে। সবাইকেই সম্বর্ধনা দিচ্ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। আর সেই পর্বেই দেব-কুণাল পাশাপাশি। কুণাল ঘোষের নাম ঘোষণা করেন অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘ আমরা অনুরোধ করছি দেব কুণাল দা সংবর্ধনা দিক।’ আর সে সময়েই দেবকে বলতে শোনা যায়, ‘ভাল অভিনেতা কিন্তু, খুব ভাল অভিনেতা’। তারপর দেব এগিয়ে আসে। স্বরূপ বিশ্বাসের দিকে মুখ করে বুড়ো আঙুল (থাম্ব) দেখিয়ে রীতিমতো ইশারা করে বলেন, ‘অভিনেতা, দারুণ অভিনয় করছেন।’
