শুরু হয়ে গেলো BLO দের প্রশিক্ষণ – প্রবল উন্মাদনা সকলের মধ্যে

নিউজ ডেস্ক:: SIR নিয়ে নানা তর্ক ও বিতর্কের পড়ে অবশেষে শুরু হয়ে গেলো BLO দের প্রশিক্ষণ। ঘাড়ের কাছে দাঁড়িয়ে নজর রাখছে শাসক তৃণমূল। কলকাতার একাধিক জায়গায় প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে। আগামী ৩ নভেম্বর, সোমবার পর্যন্ত চলবে প্রশিক্ষণ। পরদিন থেকে এনুমারেশন ফর্ম নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। কলেজস্ট্রিটের ডিরোজিও হল এবং জেসপ বিল্ডিংয়ের তিনতলার কনফারেন্স হলে চলছে প্রশিক্ষণ শিবির। সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দু’দফায় ডিরোজিও হলে চলবে প্রশিক্ষণ। প্রথম দফায় ডিরোজিও হলে চৌরঙ্গী, বেলেঘাটা এবং জোড়াসাঁকো বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় প্রশিক্ষণ দেওয়া হবে এন্টালি, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়ার বিএলওদের।

মানিকতলার বিএলওদের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছে জেএসপ বিল্ডিংয়ে। গত সোমবার রাজ্যে এসআইআরের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকে দফায় দফায় চলছে বৈঠক, প্রশিক্ষণের কাজ। প্রথমে রাজ্যের সিইও দপ্তরে প্রশিক্ষণ দেওয়া হয় জেলা নির্বাচনী আধিকারিকদের। তাঁরা আবার ইআরও এবং এইআরওদের প্রশিক্ষণ দেন। ইআরও এবং এইআরও-রা আবার বিএলও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেন। এবার পালা বিএলওদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *