স্বাক্ষর হয়ে গেলো ভারত-মার্কিন প্রতিরক্ষা চুক্তি

নিউজ ডেস্ক ::এবার কি মার্কিন-ভারতের সম্পর্ক কিছুটা ঠিক হতে চলেছে। ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে ভারত-মার্কিন সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছিল। এখন হয়তো কিছুটা স্থিতিশীল।
বাণিজ্য চুক্তির আগেই সই হয়ে গেল ভারত-মার্কিন প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির মধ্যে দিয়েই দুই দেশের সম্পর্ক ফের স্বাভাবিক হওয়ার পথ একধাপ এগল বলে মনে করছে রাজনৈতিক মহল। ভারতের বিদেশমন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথের মধ্যে আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে। চুক্তি স্বাক্ষরের পরে পিট হেগসেথ এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘আমি রাজনাথ সিংয়ের সঙ্গে ১০ বছরের মার্কিন-ভারত প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের জন্য দেখা করেছি। এটি আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরোধের ভিত্তি। আমরা দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য ভাগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করছি। আমাদের প্রতিরক্ষা সম্পর্ক আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে।”

এই চুক্তি স্বাক্ষর দেখে পাকিস্তান যে কিছুটা শঙ্কিত তাতে সন্দেহ নেই। মালয়েশিয়ায় দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। গত জুলাই মাসে দুই নেতার মধ্যে এক বৈঠকে আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরে সম্মত হয় দুই দেশ। আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জিই অ্যারোস্পেসের এফ৪০৪ ইঞ্জিনের ডেলিভারি। এই ইঞ্জিনের ডেলিভারিতে দেরি হওয়ায় বিমান বাহিনীর হাতে তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তুলে দিতে সমস্যায় পড়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড।ভারতে এফ৪১৪ ইঞ্জিনের যৌথ উৎপাদনের জন্য হ্যাল এবং জিই এরোস্পেসের মধ্যে প্রস্তাবিত চুক্তি দ্রুত চূড়ান্ত করার বিষয়ে জোর দেন রাজনাথ সিং। এই সহযোগিতা ভারতের দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমদানির উপর নির্ভরতা কমাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *