নেদারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হতে চলেছেন ৩৮ বছরের রব জেটেন

নিউজ ডেস্ক:: এক বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে হল্যান্ডের মানুষ। তারা বেছে নিয়েছে তাদের প্রধানমন্ত্রী রব জেটেনকে। দুটি কারণে এটা হল্যান্ডের বৈপ্লবিক সিদ্ধান্ত। জানা গিয়েছে, ডাচ মধ্যপন্থী দল ডি৬৬-এর নেতা রব জেটেন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়তে চলেছেন। কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি, ৩৮ বছরের রব জেটেন হতে চলেছেন সেদেশের প্রথম ঘোষিত সমকামী প্রধানমন্ত্রী। সাংবাদিকদের জেটেন জানিয়েছেন, ‘আমি খুশি যে আমরা এই নির্বাচনে সবচেয়ে বড় দল হয়েছি। ডি৬৬-এর জন্য এটি একটি ঐতিহাসিক ফলাফল।’ অত্যন্ত কঠিন একটি লড়াইয়ে মুসলিম-বিরোধী অতিরক্ষণশীল নেতা গ্রিট উইল্ডার্সকে হারিয়েছেন রব জেটেন।

উইল্ডার্সের প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিবাসন বিরোধী নীতি। এক প্রতিবেদনে জানা গিয়েছে, উইল্ডার্স কোরান নিষিদ্ধ করারও আহ্বান জানান। মাত্র দুই বছরের কম সময়ে দেশের রাজনীতিতে রবের উত্থান ধূমকেতুর মতন। নেদারল্যান্ডসের রাজনীতিতে এই দুই বছরের মধ্যেই নিজের দলকে পাঁচ নম্বর থেকে এক নম্বরে তুলে এনেছেন তিনি। তাঁর প্রচারের কেন্দ্রে ছিল, উইল্ডার্সের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অভিযোগ। রব দাবি করেন, তাঁদের প্রচারে ইতিবাচন বক্তব্য প্রাধান্য পাবে কারণ গত কিছু বছরে নেদারল্যান্ডসকে নেতিবাচকতা গ্রাস করেছে। দেশের বাইরে থাকা বাসিন্দাদের পাঠানো ভোট গণনার পরে সোমবার  নির্বাচনের ফলাফল জানা যাবে। এখনও অবধি পাওয়া খবর অনিজায়ি জয়ের দোরগোড়ায় রয়েছেন রব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *